ফরিদপুরের বোয়ালমারীতে কিশোরী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

আপডেট: July 22, 2022 |
print news

ফরিদপুরের বোয়ালমারীতে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শহিদুল শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে ফরিদপুর জেলহাজতে পাঠানো হবে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার রুপাপাত ইউপির কালিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শহিদুল ওই গ্রামের বাবু শেখের ছেলে।

জানা গেছে, সোমবার দুপুরে ওই কিশোরী বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় প্রতিবেশী শহিদুল শেখ পাশের একটি পাটক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনায় কিশোরীর বাবা থানায় মামলা করেন।

বোয়ালমারী থানার ডহরনগর পুলিশ ফাঁড়ির এসআই কবির হোসেন বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ধর্ষিতার বাবা থানায় একটি মামলা করেন। বিকেলে অভিযান চালিয়ে ধর্ষক শহিদুলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে ফরিদপুর জেল হাজতে পাঠানো হবে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর