ইনস্টাগ্রাম থেকে রোনালদোর আয় ২২ কোটিরও বেশি

সময়: 8:50 pm - July 22, 2022 | | পঠিত হয়েছে: 2 বার

তারকারা এমনিতেই সবার কাছে সবসময় জনপ্রিয়। হোক সে খেলা, বিনোদন বা অন্য কোনো মাধ্যম। জনপ্রিয়তার জন্য তাদের প্রতি দর্শকদের রয়েছে আলাদা এক আকর্ষণ। যার কারণে তাদের প্রতিটা পদক্ষেপের খবরই রাখতে চান ভক্ত সমর্থকরা।

নিজস্ব মাধ্যমে তো পেশাদারীত্বের আয় রয়েছেই, এর সঙ্গে সম্পুরকভাবে আরো অনেক উৎস থেকেও আয় করেন তারকারা।

এর মধ্যে বিগত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমও তারকাদের অর্থ উপার্জনের নতুন উৎস হয়ে উঠেছে।

এই প্ল্যাটফর্মগুলোতে কোটি কোটি অনুরাগী তাদের অনুসরণ করেন। নিজেদের জীবনের বিভিন্ন মুহূর্ত এর মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন তারকারা।

বর্তমানে ক্রীড়াজগতের তারকাদেরও মূল পেশার আয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বেশ বড় অংকের আয় হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম তাদের একটি। এ মাধ্যমে সবচেয়ে বেশি আয় করা শীর্ষ ৩ তারকার দুইজনই ক্রীড়াজগতের।

ইনস্টাগ্রাম নিয়ে গবেষণা করা হপারএইচকিউ নামের ওয়েবসাইটের তথ্যানুযায়ী ফুটবল দুনিয়ার দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি যথাক্রমে এই তালিকার প্রথম ও তৃতীয় স্থানে রয়েছেন। রয়েছেন ভারতের ক্রিকেট সেনশেসন বিরাট কোহলিও।

ইনস্টাগ্রামে ৪৬ কোটির বেশি অনুসারী রয়েছে পর্তুগিজ সুপারস্টার রোনালদোর।

২২ জুলাই পর্যন্ত ইনস্টাগ্রামে ৩ হাজার ৩৩০টি পোস্ট করেছেন তিনি।

হপারএইচকিউ’র তথ্যমতে, একেকটি পোস্টের জন্য রোনালদো আয় করেন ২.৩ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি ৫০ লাখ টাকারও বেশি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর