কংগ্রেস অবমাননায় দোষী ট্রাম্পের সহযোগী

সময়: 12:54 pm - July 23, 2022 | | পঠিত হয়েছে: 4 বার

ক্যাপিটলে ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের হামলার বিষয়টি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের নিয়ে গঠিত বিশেষ কমিটি। ঘটনা তদন্তে হোয়াইট হাউসের কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও বেশ কয়েকজন কংগ্রেস সদস্যকেও কমিটির মুখোমুখি হতে হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতের এক জুরি বোর্ড ট্রাম্পের সাবেক সহযোগী স্টিভ ব্যাননকে কংগ্রেস অবমাননায় দোষী সাব্যস্ত করেছে। ক্যাপিটল দাঙ্গা নিয়ে চলা তদন্তে প্রথম দোষী সাব্যস্ত হলেন তিনি।

এর আগে ক্যাপিটলে হামলার তদন্তকারী কংগ্রেস কমিটির তথ্য দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন তিনি এবং প্যানেলের সামনে হাজির হতেও তিনি অস্বীকার করেন। তাই জুরি বোর্ড ব্যাননকে দুটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।

কমিটির পক্ষ থেকে ব্যাননকে গত বছর ৭ অক্টোবর কিছু নথি সরবরাহ করার অনুরোধ করা হয় এবং ১৪ অক্টোবর ব্যক্তিগতভাবে কংগ্রেসনাল কমিটির মুখোমুখি হওয়ার অনুরোধ করা হয়। কিন্তু ব্যানন এ দুটির একটিও করেননি।

ব্যাননকে এখন ন্যূনতম ৩০ দিন ও ১ বছর পর্যন্ত জেলে থাকতে হতে পারে।

তবে হাল ছাড়ছেন না ব্যাননের আইনজীবীরা। এ রায়ের বিরুদ্ধে আবেদন করবেন তারা।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর