জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ শুরু হচ্ছে আজ

আপডেট: July 24, 2022 |
Boishakhinews24.net 354
print news

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে আজ (২৪ জুলাই) থেকে শুরু হচ্ছে ‘৩৭তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ’।

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বেলা ১২টা ৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ফেডারেশন সভাপতি, তথ্য কমিশনার ড. আবদুল মালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

২৮ জুলাই পর্যন্ত পাঁচ দিনব্যপি এ টুর্নামেন্টে ৭১টি দলের ৩১৩ জন পুরুষ ও ৬৪ জন নারীসহ মোট ৩৭৭ জন শাটলার প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর