ইলন মাস্ক চুক্তিতে টুইটারের ব্যয় ৩৩ মিলিয়ন ডলার

আপডেট: July 24, 2022 |

চলতি বছরের এপ্রিলে মাইক্রো ব্লগিং সাইট টুইটার কেনার প্রস্তাব দিয়েছিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। বিশ্বের এই শীর্ষ ধনীর সঙ্গে টুইটার বিক্রির চুক্তিতে মাইক্রো ব্লগিং সাইটটি এপ্রিল ও জুন মাসে ৩৩ মিলিয়ন ডলার ব্যয় করেছে।

শুক্রবার (২২ জুলাই) টুইটার জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে জুনে প্রতিষ্ঠানটি লোকসানে পরিচালিত হয়েছে। এ ছাড়া গত বছরের তুলনায় টুইটারের আয়ও কমেছে। আর এর জন্য টুইটার ইলন মাস্কের মুলতবি থাকা চুক্তিকেই আংশিকভাবে দায়ী করেছে।

টুইটার জানিয়েছে, মাসিক দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ২৩৭ মিলিয়ন ছাড়ালেও তাদের নেট লোকসান ২৭০ মিলিয়ন ডলার, যা তাদের প্রত্যাশার বাইরে ছিল। এপ্রিল থেকে জুনে টুইটারের আয় ১ শতাংশ কমে ১ দশমিক ১৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ১ দশমিক ৩২ বিলিয়ন ডলার হওয়ার ধারণা করছিলেন বিশ্লেষকরা।

গত বছরের একই সময়ের ৩০ মিলিয়ন ডলার অপারেটিং মুনাফার তুলনায় কোম্পানিটি ৩৪৪ মিলিয়ন ডলারের অপারেটিং লোকসান করেছে।

টুইটার অধিগ্রহণের চুক্তি নিয়ে বেশ কিছুদূর এগোনোর পর নিজের অবস্থান পাল্টে ফেলেন ইলন মাস্ক। তবে তাকে চুক্তিতে রাখতে টুইটার অনেকটাই মরিয়া হয়ে আছে। এ বিষয়টির ফসসালা অক্টোবরে আদালতে হওয়ার কথা রয়েছে।

এদিকে কোনো পক্ষ টুইটার চুক্তি বাতিল করলে ১ বিলিয়ন ডলার জরিমানার কথা উল্লেখ রয়েছে সমঝোতার শর্তে। ‘অধিগ্রহণ মুলতবির’ কারণ দর্শিয়ে নিজেদের সবশেষ আর্থিক ফলাফলের প্রতিবেদন নিয়ে কথা বলতে রাজি হয়নি টুইটার কর্তৃপক্ষ।

Share Now

এই বিভাগের আরও খবর