৫৮ কোটি টাকায় বিক্রি মোহাম্মদ আলীর চ্যাম্পিয়নশিপের বেল্ট

আপডেট: July 26, 2022 |
Boishakhinews24.net 384
print news

মোহাম্মদ আলীকে সর্বকালের সেরা মুষ্ঠিযোদ্ধা বলা হয়। ছয় বছর আগে তিনি মারা যান।

কঙ্গোর কিনশাসায় টাটা রাফায়েল স্টেডিয়ামে ১৯৭৪ সালের ৩০ অক্টোবর যে বক্সিং লড়াই হয়েছিল, সেটি ছিল শতাব্দীর সবচেয়ে বিখ্যাত বক্সিং লড়াইগুলোর একটি।

সেই লড়াইয়ে ‘আন্ডারডগ’ হিসেবে নামা মোহাম্মদ আলীর কাছে অষ্টম রাউন্ডে নকআউট ফোরম্যান!

আলীর বয়স তখন ৩২ পেরিয়েছে। আর ২৫ বছর বয়সী ফোরম্যান।

‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ খ্যাত সেই হেভিওয়েট ম্যাচে জয়ের পর আলী যে চ্যাম্পিয়নশিপ বেল্ট পেয়েছিলেন, তা বর্তমানে কোথায়? ডালাসের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশন জানিয়েছে সেই বেল্টের সর্বশেষ খবর। বেল্টটি নিলামে তোলা হয়েছিল।

এনএফএলের দল ইন্ডিয়ানাপলিস কোল্টসের মালিক জিম ইয়ারসে পরশু আলীর ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ ৬.১৮ মিলিয়ন ডলারে কিনেন। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৮ কোটি ৩০ লাখ টাকা।

জিম ইয়ারসের সংগ্রহশালা সমৃদ্ধ করতে ৫৮ কোটি ৩০ লাখ টাকায় আলীর বেল্টটি কিনেছেন তিনি। এখন তার সেই সংগ্রহশালা যুক্তরাষ্ট্র ঘুরে ঘুরে প্রদর্শন করা হচ্ছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর