মাঝ আকাশে ভেঙে পড়লো ভারতের যুদ্ধবিমান

আপডেট: July 29, 2022 |
print news

আকাশে উড়ন্ত অবস্থায় হঠাৎই বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে ভারতে। দেশটির এয়ার ফোর্সের মিগ ২১ ফাইটার জেট বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় উড়ন্ত অবস্থায় ভেঙে পড়ে। এতে যুদ্ধ বিমানটিতে থাকা দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, বারমারের ভিমদা গ্রামে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে পড়ে রয়েছে বিমানটির ধ্বংসাবশেষ। যুদ্ধ বিমানটি যে জায়গায় পড়েছে সেখানের মাটিতে ১৫ ফুট গর্ত হয়ে গেছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে বিমান ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে যান জেলা প্রশাসক, পুলিশ সুপার ও এয়ার ফোর্সের কর্মকর্তারা। ইতোমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন উদ্ধারকারী দল। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা সম্ভব হয়নি।

ইতোমধ্যেই এই ঘটনার খোঁজ নিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আইএএফ চিফ, এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। খতিয়ে দেখা হচ্ছে কী কারণে এই ভয়াবহ ঘটনা ঘটেছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর