বরিশাল সিটির সাবেক মেয়র কামাল আর নেই

আপডেট: July 31, 2022 |

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবীব কামাল মারা গেছেন।

শনিবার দিনগত রাত ১১টার দিকে ঢাকার বাসভবনে মারা গেছেন বলে জানিয়েছেন তার ছেলে কামরুল আহসান রুপম। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ জানান, সাবেক মেয়র কামাল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন। রাতে বাসায় অসুস্থ হয়ে পড়লে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবেক মেয়রের ছেলে কামরুল আহসান জানান, রোববার কামালের মরদেহ নিয়ে বরিশাল নগরের কালুশাহ সড়কের বাসভবনের উদ্দেশে রওনা হবেন তারা। সেখানে পৌঁছার পর জানাজার সিদ্ধান্ত নেয়া হবে। জানাজা শেষে তাকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হবে।

আহসান হাবিব কামাল বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক মৎস্যবজীবী বিষয়ক সম্পাদক। এছাড়াও তিনি বরিশাল পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর