মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন

আপডেট: July 31, 2022 |
print news

মার্কিন আন্তর্জা‌তিক সংস্থা বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন ঢাকা আসছেন। ভারত, বাংলাদেশ ও কুয়েত সফ‌রের অংশ হি‌সে‌বে আগামী ৬ আগস্ট বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এই প্রতিনিধির ঢাকায় পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।

কূট‌নৈ‌তিক সূত্র জানায়, আগামী ২‌ থে‌কে ১০ আগস্ট মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন তিন দেশ সফর কর‌বেন। দেশগু‌লোর তা‌লিকায় র‌য়ে‌ছে- ভারত, বাংলা‌দেশ ও কু‌য়েত। আগামী ৬ আগস্ট তার ঢাকায় আসার কথা র‌য়ে‌ছে।

কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বল‌ছে, বাইডেন প্রশাসনের সহকারি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফ‌রে ওয়া‌শিংট‌নের বহুপা‌ক্ষিক স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়ের পাশাপা‌শি বর্তমান বৈ‌শ্বিক প‌রি‌স্থি‌তি‌তে খাদ্য নিরাপত্তা ইস্যুটি গুরুত্ব পা‌বে।

এছাড়া বৈ‌শ্বিক স্বাস্থ্য ব্যবস্থা, মানবা‌ধিকার ও রো‌হিঙ্গা ইস্যু থাক‌বে আলোচনার টে‌বি‌লে।

মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফ‌রে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা‌দের স‌ঙ্গে বৈঠক হ‌বে ব‌লে আশা করা হ‌চ্ছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর