২৩ দিন পর ভোলাগঞ্জ স্থলবন্দর দিয়ে পাথর আমদানী শুরু, স্বস্তিতে বিশ পরিবার

আপডেট: August 1, 2022 |
print news

মিজান মোহাম্মদ, সিলেট প্রতিনিধি: ২৩ দিন বন্ধ থাকার পর সোমবার (১ আগস্ট) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে পাথর আমদানি।

আজ সকালে বাংলাদেশে প্রবেশ করে পাথর বোঝাই গাড়ি। এর আগে গত মাসের ৮ তারিখ বন্ধ হয় ভারত থেকে পাথর আমদানি। ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে জানা যায়, একদিন এই স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ থাকলে সরকার প্রায় ২ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। সেই সাথে প্রায় ২০ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ে। যাদের অধিকাংশই নিম্ন আয়ের মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের অভ্যন্তরীন দ্বন্দ্বের কারণে তাদেরই একপক্ষ রাস্তা বন্ধ করে রেখেছিল।

কাস্টমস সুপার আহমদ আলী খান জানান, ভারতের ইমপোর্ট এক্সপোর্ট অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে পাথর রপ্তানি বন্ধের বিষয়টি জানিয়েছিল। এর বাইরে আর কোন কারণ তারা জানায়নি। সোমবার সকাল থেকে আগের মতো আবারও ভারতীয় গাড়ি বাংলাদেশে প্রবেশ করছে।

ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু জানান, রাস্তা মেরামতের জন্য ভারত পাথর রপ্তানি বন্ধ রেখেছিল। গত ৩ দিন আগে তারা চিঠি দিয়ে জানায় সোমবার থেকে আবারও পাথর আসবে বাংলাদেশে। এদিন সকাল থেকে আগের মতোই পাথর আমদানি শুরু হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর