১৭ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড

আপডেট: August 3, 2022 |

সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড দল। সিরিজের প্রথম চার ম্যাচ অনুষ্ঠিত হবে করাচিতে। বাকি ম্যাচগুলো হবে লাহোরের মাটিতে।

মঙ্গলবার (২ আগস্ট) টি-টোয়েন্টি সিরিজের সময় সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূচি অনুযায়ী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তানের সাত ম্যাচের এই সিরিজ। যা চলবে ২ অক্টোবর পর্যন্ত। এই সিরিজের মাধ্যমেই দুই দল তাদের বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেবে।

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরিচালক জাকির খান বলেন, ‘আমরা ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করেছি। লাহোর ও করাচিতে হবে এই ম্যাচগুলো। এমন আয়োজনে আমরা খুবই খুশি। ঘরের মাঠে এই সিরিজটি ক্রিকেটপ্রেমিদের কাছে উত্তেজনাপূর্ণ ও আনন্দদায়ক হবে।’

একনজরে দেখেনিন সিরিজের সূচি

প্রথম টি-টোয়েন্টি: ২০ সেপ্টেম্বর, করাচি
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২২ সেপ্টেম্বর, করাচি
তৃতীয় টি-টোয়েন্টি: ২৩ সেপ্টেম্বর, করাচি
চতুর্থ টি-টোয়েন্টি: ২৫ সেপ্টেম্বর, করাচি
পঞ্চম টি-টোয়েন্টি: ২৮ সেপ্টেম্বর, লাহোর
ষষ্ঠ টি-টোয়েন্টি: ৩০ সেপ্টেম্বর, লাহোর
সপ্তম টি-টোয়েন্টি: ২ অক্টোবর, লাহোর

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর