জবিতে সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস

আপডেট: August 4, 2022 |
print news

সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনা করে সপ্তাহের একদিন (মঙ্গলবার) অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) জ্বালানি সাশ্রয় সংক্রান্ত একটি বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এছাড়াও বৈঠকে, বিশ্ববিদ্যালয়ে লিফটের ব্যবহার সীমিত করা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত রাখা। এবং যেদিন অনলাইন ক্লাস চলবে সেদিন নতুন একাডেমিক ভবনে কেবল একটা লিফট চালু থাকবে। তবে সেদিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও দপ্তর চালু থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে উপাচার্য বলেন, অন্য দিনগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য প্রতি বিভাগে মনিটরিং টিম গঠন করা হবে, যাতে বিদ্যুৎ অপচয় রোধ করা যায়। এছাড়া এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামানোরও নির্দেশনা দেয়া হয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর