চীনের ক্ষেপণাস্ত্র আঘাত হানলো জাপানে

আপডেট: August 5, 2022 |

চীনের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) আঘাত হেনেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি। বৃহস্পতিবার এ তথ্য জানান তিনি।

এএফপি ও এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

নোবুও কিশি সাংবাদিকদের বলেন, চীনের উৎক্ষেপিত ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে পাঁচটি জাপানের ইইজেড-এর মধ্যে আঘাত হেনেছে।

কিশি বলেন, জাপান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছে প্রতিবাদ জানিয়েছে। তবে এটি গুরুতর সমস্যা, যা আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের নাগরিকদের নিরাপত্তার ওপর প্রভাব ফেলে।

ইইজেড জাপানের উপকূলরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত, যা দেশটির আঞ্চলিক জলসীমার বাইরে।

কিশি জানান, পাঁচটি ক্ষেপণাস্ত্র ওকিনাওয়ার হাতেরুমা দ্বীপের দক্ষিণ-পশ্চিমে আঘাত হেনেছে বলে মনে হচ্ছে।

উল্লেখ্য, চীন তাইওয়ানের আশপাশে সর্বকালের সর্ববৃহৎ সামরিক মহড়া চালাচ্ছে। বেইজিংয়ের কঠোর সতর্কতা সত্ত্বেও মার্কিন নিম্নপক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বশাসিত দ্বীপটিতে সফরের পর চীরা সামরিক শক্তির প্রদর্শনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর