পেলোসির ওপর চীনা নিষেধাজ্ঞা

সময়: 7:09 am - August 6, 2022 | | পঠিত হয়েছে: 3 বার

মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সপ্তাহে পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে সামরিক উত্তেজনার মধ্যে শুক্রবার এই ঘোষণা দিল বেইজিং।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পেলোসি চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতরভাবে হস্তক্ষেপ করছেন এবং চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে গুরুতরভাবে ক্ষুণ্ন করছেন। এর প্রতিবাদ হিসেবে বেইজিং পেলোসি এবং তার নিকটবর্তী পরিবারের পর নিষেধাজ্ঞা আরোপ করবে।

চীন সাম্প্রতিক বছরগুলিতে হংকং এবং জিনজিয়াং এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মানবাধিকার ইস্যুতে কথা বলার জন্য, বেশ কয়েকটি মার্কিন কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার ঘোষণা করেছে। তাদের মধ্যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোও রয়েছেন। নিষেধাজ্ঞার তাদের চীনে প্রবেশের পাশাপাশি চীনা সংস্থার সাথে ব্যবসা করা নিষিদ্ধ করা হয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর