রূপচর্চায় মেহেদি পাতার ব্যবহার!

আপডেট: August 6, 2022 |
print news

নারীরাই সবথেকে বেশি মেহেদি ব্যবহার করে। মেহেদি রাঙা হাতের সৌন্দর্য সাজের মাত্রা অনেকগুন বাড়িয়ে দেয়। নারীদের পাশাপাশি পুরুষেরাও ব্যবহার করে মেহেদি পাতা। কিন্তু জানেন কি শুধু হাত রাঙাতেই নয়, ত্বকের যত্নেও মেহেদি পাতার জুড়ি নেই, এই পাতা প্রাকৃতিক মাউথওয়াশও। মেহেন্দি পাতা দিয়ে ত্বকের ব্রণ দূর করা যায় আবার চুলের যত্নও নেয়া যায়। রূপচর্চায় যেভাবে ব্যবহৃত হয় মেহেদি পাতা-

ত্বকের যত্নে : পানিতে কয়েকটি মেহেদি পাতা ফুটিয়ে নিন। পানি লাল হয়ে গেলে চুলা বন্ধ করে দিন। এবার ছেঁকে নিন। হালকা গরম থাকতে থাকতে ওই পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের ব্রণ দূর হবে।

মাউথওয়াশ হিসেবে : মেহেদি পাতার গুঁড়ো পানিতে মিশিয়ে গার্গল করলে প্রাকৃতিক মাউথওয়াশের কাজ করবে।
চুলের যত্নে : একটি পাত্রে সর্ষের তেল ও কয়েকটি মেহেদি পাতা দিয়ে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে মাথার তালুতে ঘষে ঘষে লাগান এই মিশ্রণ। এটি অকালে চুল পড়া রোধ করবে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর