ভারতে ড্রোন উড়িয়ে ২ বাংলাদেশি গ্রেপ্তার

সময়: 10:28 am - August 13, 2022 | | পঠিত হয়েছে: 5 বার

কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিনা অনুমতিতে ড্রোন উড়িয়ে দুই বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন।

গত বুধবার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন। আগামী ২৩ আগস্ট পর্যন্ত তাদের পুলিশ হেফাজতে রাখা হবে। আটকের পর তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ শিফাত ও মোহাম্মদ জিল্লুর রহমান। তাদের বাড়ি রাজশাহী জেলার বাঘা এলাকায়।

কলকাতা পুলিশ বলছে, যেহেতু দুই বাংলাদেশি ড্রোন উড়িয়ে ভিডিও তুলছিলেন, তাই তাদের আসল উদ্দেশ্য এবং ড্রোনের সাহায্যে তোলা ছবি খতিয়ে দেখছেন। তাদের আদালতে তোলা হলে ২৩ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, ভিক্টোরিয়া পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হলেও পাশেই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ফোর্ট উইলিয়াম-সহ একাধিক স্থাপনা। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। তার আগে জঙ্গি হামলার ভয়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর