গাজীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শোক দিবস পালন ও ঋণের চেক বিতরণ

সময়: 1:22 pm - August 17, 2022 | | পঠিত হয়েছে: 3 বার

 

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ , দোয়া মাহফিল এবং ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার যুব প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ( গ্রেড ১)আজহারুল ইসলাম খান।

এর আগে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শহীদ আহসান উল্লাহ মাস্টার যুব প্রশিক্ষণ কেন্দ্রের যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে রেড ক্রিসেন্টের ভ্রাম্যমাণ রক্ত দান কর্মসূচির উদ্বোধন, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত মুক্ত করণ এবং বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে।

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর