রবিবারের রাশিফল

আপডেট: August 21, 2022 |
print news

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।

মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: বিদেশে বাসরত কোনও বন্ধুর কাজের জন্য আনন্দ লাভ। ব্যবসায় বা অন্য কাজে বাড়তি বিনিয়োগ করতে পারেন। মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথার সমস্যা থাকবে।

বৃষ: সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে রোগের সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ। স্ত্রীর বে-হিসেবি কথাবার্তার জন্য সংসারে অশান্তি।

মিথুন: আজ সারা দিন খুব আলস্যে কাটার সম্ভাবনা। বিদ্যার্থীদের শুভফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।

কর্কট: আজ সমস্ত কাজের মধ্যেও পূজপাঠে মন যেতে পারে। কর্মরত মহিলাদের কাজে ব্যাঘাত। শত্রুরা ক্ষতি করতে সফল হতে পারে, সাবধান থাকুন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

সিংহ: কর্মস্থলে নিজের বুদ্ধি প্রকাশ না করাই ভাল। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পাওয়ায় মনঃকষ্ট। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমনের যোগ।

কন্যা: আজ কাজের ব্যাপারে মানসিক অবসাদ আসতে পারে। প্রতিবেশীদের চোখে মহৎ হতে পারবেন। লেখকদের জন্য দিনটি খুব ভাল। নতুন কোনও বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে গিয়ে বাধা।

তুলা: আজ কাজের প্রতি একটু মনোযোগ বাড়াতে হবে। কোনও কারণে কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা। ব্যবসায় কোনও বাধার জন্য মাথাগরম। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে।

বৃশ্চিক: কোনও নতুন কাজ আরম্ভ করতে পারেন। দুপুরের পরে বিপদের সম্ভাবনা। মাথায় চোট লাগার আশঙ্কা। প্রেমের ব্যাপারে হতাশা। বন্ধুমহলে বিবাদ। ধর্মীয় কাজে কিছু খরচ হতে পারে।

ধনু: সকালের দিকে শত্রুর জন্য খারাপ কিছু ঘটতে পারে। শরীরের কষ্ট নিয়ে চিন্তা। ব্যবসায় শুভ পরিবর্তন হতে পারে। আজ কোনও প্রিয়জনের প্রতি ঘৃণা আসতে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা।

মকর: শরীরে কষ্ট বৃদ্ধি। শিল্পীদের জন্য ভাল সময়। দাম্পত্য জীবন সুখে কাটবে। ব্যবসায় নতুন কোনও কাজের যোগাযোগ। আজ কর্মস্থানে আপনার নিন্দা হওয়ার আশঙ্কা। বাড়তি উপার্জন হওয়ার যোগ।

কুম্ভ: কোমরের নীচের অংশে সমস্যা বাড়তে পারে। সাংবাদিকদের জন্য ভাল সময়। বাইরের বিবাদ বাড়িতে আসায় স্ত্রীর সঙ্গে বিবাদ। ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি। আজ সামাজিক কোনও কাজের জন্য সম্মান পেতে পারেন।

মীন: আজ ব্যবসায় আমূল পরিবর্তন হওয়ায় আনন্দ লাভ। শরীরে আঘাত লাগা থেকে সাবধান। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর