সবাইকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে : মোসাদ্দেক

আপডেট: August 21, 2022 |

এশিয়া কাপকে সামনে রেখে জোরশোরে প্রস্তুতিতে নেমেছে বাংলাদেশ। এখন চলছে দুই দলে ভাগ হয়ে ম্যাচের আদলে প্রস্তুতি। একদিন বাদেই ধরতে হবে আরব আমিরাতে বিমান। সেখানে গিয়েও বেশ ক’দিন অনুশীলনের সময় পাবে সাকিব আল হাসানের দল। তার আগেই ক্রিকেটারদের কার কি দায়িত্ব থাকবে সেটা বুঝিয়ে দিয়েছে টিম ম্যানেজম্যান্ট।

যার যার দায়িত্ব নিয়ে বলেছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার একদিন বাদেই কথা বললেন এশিয়া কাপের দলে থাকা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। রোববার (২১ আগস্ট) প্রস্তুতি ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় মোসাদ্দেক জানান সবাইকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

দায়িত্ব নিয়ে প্রশ্নে মোসাদ্দেক বলেন, ‘যার যার যেই দায়িত্ব আছে সেই জায়গায় কেমন কি হতে পারে বা সেই জায়গায় আমার কী করণীয় থাকতে পারে, সেই জিনিসগুলো আমাকে বুঝিয়ে দিয়েছে। এবং সবাইকেই মোটামুটি তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের কাজ সেটা আমরা কতটুকু মাঠে করতে পারি।’

যার যেটাই দায়িত্ব দেওয়া হোক মোসাদ্দেক মনে করেন তার সেখানে মানিয়ে নিতে হবে, ‘দায়িত্বের যে বিষয়টি থাকে সেটা আমি হয়তো এমন হতে পারে ছয় নম্বরে ব্যাটিং করছি, একদিন হয়তো চার নম্বরে ব্যাটিং করতে হতে পারে। সেটা খুব বেশি হয়তো কঠিন না। এটাই আমাদের মানিয়ে নিতে হবে।’

মোসাদ্দেক কথা বলেন নিজের দায়িত্ব নিয়েও। এখন পর্যন্ত ২১ ম্যাচে ব্যাটিং করেছেন ১৯ ইনিংসে। সবচেয়ে বেশি ১০ বার ব্যাটিং করেছেন সপ্তম স্থানে। এ পজিশনে ব্যাটিং করা যে কোনো ব্যাটসম্যানের কাজই হলো দ্রুত রান তোলা। মোসাদ্দকের কাছেও দল সেটি চাইবে।

মোসাদ্দেক বলেন, ‘লাস্ট ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে আমি যে জায়গাতে সুযোগ পেয়েছি, ঐ জায়গায় আমি ভালো করার চেষ্টা করেছি, শেষ দুইটা সিরিজ আমি ব্যক্তিগতভাবে মনে করি ভালো গেছে। সেই জায়গা থেকে আমি আত্মবিশ্বাসী এশিয়া কাপে হয়তো ভালো করবো ইনশাআল্লাহ।’

সবশেষ দুই সিরিজে ৪ ইনিংসে মোসাদ্দেক করেন ৩৮ রান। সর্বোচ্চ ছিল ১৫। পরিসংখ্যান বলছে একেবারে সাদামাটা। তবে বল হাতে জিম্বাবুয়ের বিপক্ষে ফাইফার নিয়ে গড়েছিলেন রেকর্ড। এশিয়া কাপে কি ব্যাটে-বলে ঝলক দেখাতে পারবেন তিনি? বলে দেবে সময়।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর