উয়েফার উপহার পেল বাফুফে

আপডেট: August 25, 2022 |
print news

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) একটি বাস উপহার দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা।

বুধবার বিকেলে মতিঝিলে অবস্থিত বাফুফে ভবনে ফিফা কাউন্সিল মেম্বার এবং বাফুফে ও এএফসি সদস্য মাহফুজা আক্তার কিরণ ফিতা কেটে বাসটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কিরণ বলেন, আজকে বাংলাদেশকে যে বাসটি তারা দিয়েছে আমরা খুবই আনন্দিত। এএফসি এবং উয়েফা বিশ্বব্যাপী যৌথভাবে অনেক কাজ করছে। একজন এএফসি সদস্য হিসেবে আমি গর্ববোধ করছি।

তিনি বলেন, আমাদের ছেলে মেয়েদের এখন আর গাড়ির জন্য অপেক্ষা করতে হবে না। তারা সঠিক সময়ে অনুশীলনে যেতে পারবে। ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য এএফসিকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি।

বাফুফে ভবনের সামনে বাসটি উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাফুফের সহ-সভাপতি মো. আতাউর রহমান ভূঁইয়া (মানিক), সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সদস্য জাকির হোসেন চৌধুরী, টিপু সুলতান, ইমতিয়াজ হামিদ (সবুজ), মহিদুর রহমান মিরাজ, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, বাফুফে এলিট ফুটবল একাডেমি এবং মহিলা জাতীয় ফুটবল দলের খেলোয়াড়সহ ফুটবল সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর