ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট: August 26, 2022 |
print news

ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পাতিবিলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, কালীগঞ্জ সাদিয়া ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ওলিয়ার রহমান ও শিপন হোসেন নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাতিবিলা এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর