আমি এক মাস ব্যাট ছুঁয়েও দেখিনি : কোহলি

আপডেট: August 27, 2022 |

এশিয়া কাপের মঞ্চে আগামীকাল রবিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ২২ গজে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে বিরাট কোহলির। গত কয়েক মাসে ভারতীয় ক্রিকেটে অলোচনার প্রধান বিষয় ছিল তার বিশ্রাম। লাগাতার ব্যর্থতার পরও কেন এত বিশ্রাম নিচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক, সে প্রশ্ন তুলেছিলেন অনেকে। এত দিন পর মুখ খুললেন কোহলি।

রাখঢাক না করেই বললেন, বিশ্রামের এক মাস তার খুব কঠিন সময় ছিল। কিছুই ভালো লাগত না।
এশিয়া কাপের আগে সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকারে তার ক্রিকেট থেকে দূরে থাকার ব্যাখ্যা দেন কোহলি। তিনি বলেন, ‘১০ বছরে এই প্রথমবার আমি এক মাস ব্যাট ছুঁয়েও দেখিনি। শরীর বলছিল থামতে। একটু পিছিয়ে যেতে। কিচ্ছু ভালো লাগত না। আমি এমনিতে মানসিকভাবে খুব শক্ত। কিন্তু সব কিছুর একটা সীমা আছে। সেটা ছাড়িয়ে গেলে তার ফল খুব খারাপ হয়। তাই কখনো একটু থেমে যেতে হয়। ’

একের পর এক ব্যর্থতা তাকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছিল বলেও জানিয়েছেন কোহলি, ‘এই খারাপ সময় আমাকে অনেক শিক্ষা দিয়েছে। স্বীকার করতে কোনো লজ্জা নেই যে আমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলাম। এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু অনেকেই তা বলতে লজ্জা পায়। কারণ আমরা চাই না কেউ আমাদের দেখে দুর্বল বলুক। কিন্তু বিশ্বাস করুন, আত্মবিশ্বাসী থাকার মিথ্যা অভিনয় করার থেকে দুর্বল হিসেবে নিজেকে স্বীকার করে নেওয়া অনেক ভালো। ’

মাঠে নিজের শতভাগ দেন কোহলি। নিজেকে সেভাবেই তৈরি করেন। কঠোর অনুশীলন করেন। কিন্তু গত কয়েক মাসে ভেতর থেকে সেই খেলার ইচ্ছেটাই তার চলে গিয়েছিল বলে জানিয়েছেন কোহলি। চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। কোহলি বলেন, ‘আমি সব সময় খেলার মধ্যে থাকতে চাই। প্রতি ম্যাচে নিজের সেরাটা দিতে চাই। সেভাবেই অনুশীলন করি। কারণ খেলাটা ভালোবাসি। তাই খেলা শেষে অবসন্নভাবে ফিরতে আমার ভালো লাগে। তখন মনে হয়, নিজের সবটা মাঠেই দিয়ে এসেছি। এটা ভেতর থেকে আসে। কিন্তু সেটা হচ্ছিল না। নিজেকে ঠেলতে হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না এটা কেন হচ্ছে। ’

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর