ভালো-খারাপ মাঠেই প্রমাণিত হবে :মিরাজ

এশিয়া কাপে মাত্র একটি ম্যাচ শেষ হয়েছে। তবে এরই মধ্যে জমে উঠেছে কথার লড়াই। গতকাল আফগানিস্তানের কাছে হেরে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন, ‘আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। ’ তবে বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অবশ্য ভালো-খারাপের তুলনায় গেলেন না।

তিনি জানালেন, কোন দল ভালো কোন দল খারাপ সেটি মাঠেই প্রমাণিত হবে।

 

শারজায় আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের হয়ে কথা বলেছেন মিরাজ। এই অলরাউন্ডার বলেন, ‘ভালো-খারাপ মাঠেই প্রমাণিত হবে। অনেক সময় একটা ভালো দলও খারাপ খেললে হেরে যায়, আবার একটা খারাপ দলও ভালো করলে জিতে যায়। যারা ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে। সুতরাং মাঠেই প্রমাণিত হবে কারা ভালো আর কারা খারাপ। এই দল ভালো ওই খারাপ – আমি এমন মন্তব্য করতে চাই না। ’

মঙ্গলবার এই শারজাতেই মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় জয়ের ফলে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে আফগানরা। অন্যদিকে, আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এর মধ্য থেকে শীর্ষ দুই দল উঠবে সুপান ফোর রাউন্ডে।

বৈশাখী নিউজ/ এপি