নেত্রকোণায় বেশি দামে সার বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট: August 30, 2022 |

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলায় রৌহা ইউনিয়নের কুমড়ী বাজার ও জামতলা বাজারে ২ টি প্রতিষ্ঠানকে বেশী দামে সার বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ দুপুরে জেলা প্রশাসক অন্জনা খান মজলিশের নির্দেশে উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সহযোগী হিসেবে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

এ সময় মেসার্স ভাই ভাই ট্রেডার্স কুমড়ী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা অপরাধে ৫ হাজার টাকা জরিমানা ও মেসার্স বিকাশ কান্তি দাস নামের জামতলা বাজার এলাকায় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা আক্তার বলেন, সাধারণ মানুষের কাছে তারা জিম্মি করে চড়া দামে সার বিক্রি করায় তাদের আমরা জরিমানা করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর