বিরোধপূর্ণ সীমান্ত ছাড়ছে চীনা ও ভারতীয় সেনারা

সময়: 12:44 pm - September 10, 2022 | | পঠিত হয়েছে: 3 বার

হিমালয়ের বিরোধপূর্ণ সীমান্ত এলাকা ছেড়ে যাচ্ছে চীনা ও ভারতীয় সেনারা। শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় বলছে, আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে উভয় দেশের সেনারা প্রত্যন্ত পশ্চিম হিমালয় সীমান্তের বিরোধপূর্ণ এলাকা ছেড়ে যাবে।

লাদাখ সীমান্তে দুই দেশের সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই বছরেরও বেশি সময় ধরে অচলাবস্থার পর শুক্রবার দিল্লির তরফে এমন ঘোষণা এলো।

ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা আলোচনার পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এড়াতে সচেষ্ট হয় বেইজিং ও দিল্ল। এর অংশ হিসেবেই বিরোধপূর্ণ সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা আসে।
চীনের তরফেও সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামী সপ্তাহে উজবেকিস্তানে এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকার কথা রয়েছে। ওই বৈঠকের আগেই সীমান্তে এ ধরনের সমঝোতার খবর এলো।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম হিমালয়ের লাদাখের গোগরা-হট স্প্রিংস এলাকা থেকে ভারতীয় ও চীনা সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে। আগামী সপ্তাহের গোড়ার দিকে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর