তাইওয়ানে ৬.৬ মাত্রার ভূমিকম্প

আপডেট: September 18, 2022 |
print news

তাইওয়ানের পূর্ব উপকূলে শনিবার ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্বিক সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, উপকূলীয় শহর তাইতুং থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি খবর জানা যায়নি।

তাইওয়ানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ৪ মাত্রার ছিল। ভূপৃষ্ঠ থেকে এর কম্পনের গভীরতা ছিল ৭ দশমিক ৩ কিলোমিটার।

Share Now

এই বিভাগের আরও খবর