যুদ্ধে বেসামরিক নাগরিকদের টানছে রাশিয়া

আপডেট: September 18, 2022 |

ইউক্রেনে যুদ্ধ করারর জন্য এবার বেসামরিক নাগরিকদের শরণাপন্ন হয়েছে রাশিয়া।  যেসব ‘দেশপ্রেমিক মনোভাবের নাগরিক’ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে ইচ্ছুক, তাদের মাসে প্রায় ২৭শ মার্কিন ডলার অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্স রোববার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ছদ্মবেশে এবং কালো মুখোশ পরা সৈন্যরা রাশিয়ার  দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভে তাদের বন্দুক দেখিয়ে আগ্রহী পথচারীদের কাছে সেনাবাহিনীতে যোগদানের জন্য রঙিন ব্রশিয়ার বিলি করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর সের্গেই আরদাশেভ জানিয়েছেন, ১৮ থেকে ৬০ বছর বয়সী কমপক্ষে উচ্চ বিদ্যালয় পাস রাশিয়ান ও বিদেশিরা যুদ্ধ করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

মেজর সের্গেই আরদাশেভ বলেন, দেশপ্রেমিক মনোভাব সম্পন্ন নাগরিকরা বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়ার জন্য তিন বা ছয় মাসের জন্য চুক্তিতে স্বাক্ষর করতে পারবেন।

 

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর