ইবিতে ওবিই কারিকুলাম প্রিপারেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সময়: 8:20 pm - September 24, 2022 | | পঠিত হয়েছে: 5 বার

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে ধর্মতত্ব অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের জন্য আউটকাম বেসড্ এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রিপারেশন বিষয়ক কর্মশালা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে আইকিউএসি অফিসের সেমিনার-কক্ষে সকালে শুরু এ কর্মশালার উদ্বোধনী পর্বে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, মিশন ও ভিশনকে সামনে রেখে আমাদের অবজেকটিভ নির্ধারণ করতে হবে এবং অবজেকটিভ সফল করার জন্য সঠিক ইনপুটগুলো প্রস্তুত রাখতে হবে। যেমন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার মিশনকে সামনে রেখে কত পরিমাণ জমিতে কত পরিমাণ ফসল ফলানো হবে সেই অবজেকটিভ নির্ধারণ করতে হবে এবং তাঁর জন্য ইনপুট হিসাবে দক্ষ কৃষক, সার, বীজ ইত্যাদি ব্যবহার করতে হবে। তিনি বলেন, মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ ও সমাজের সাথে খাপ খাইয়ে চলতে পারে এমন শিক্ষার্থী তৈরি করতে হবে। শিক্ষাশেষে শিক্ষার্থীরা কোথায় যাবেন তা মাথায় রেখে ওবিই কারিকুলাম প্রস্তুত করতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এমনভাবে নেতৃত্ব দিবেন যেন আলোকিত শিক্ষার্থী তৈরি হতে পারে, যারা বিশ্বসমাজকে সামনের দিকে এগিয়ে নিতে নেতৃত্ব দিবে।

বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, সবগুলো বিভাগকেই ওবিই কারিকুলাম প্রস্তুত করতে হবে। নইলে ছাত্র-ছাত্রীরা পিছিয়ে পড়বে।

এ বিষয়ে ট্রেজারার অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগই ওবিই কারিকুলাম তৈরি করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর