করতোয়ার নৌকাডুবি : ৬ষ্ঠ দিনেও চলছে উদ্ধার অভিযান

আপডেট: September 30, 2022 |
print news

আজ ৬ষ্ঠ দিনের অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং উদ্ধার কর্মীরা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) করতোয়া নদীর আউলিয়ার ঘাট এলাকা থেকে ৩টি দলে বিভক্ত হয়ে প্রায় ৭০ জন উদ্ধারকর্মী নদীর ভাটি অংশে সাড়াশি অভিযান চালাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর সহকারী উপ পরিচালক শেখ মাহাবুবুল আলম।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তথ্য কেন্দ্রের হিসাব অনুযায়ী এখনো নিখোঁজ রয়েছে শিশুসহ ৩ জন।

বৃহস্পতিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে ৫৫ হাজার টাকা নগদ প্রদান করা হয়েছে। এ পর্যন্ত প্রতিটি পরিবারকে ১ লাখ ৫ হাজার করে টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত টিম আজ পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে রিপোর্ট দাখিল করার কথা রয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর