ডেঙ্গু আক্রান্ত সালমান খান

আপডেট: October 23, 2022 |
print news

বলিউড সুপারস্টার সালমান খান ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অসুস্থতার কারণে আপাতত বাড়িতেই রয়েছেন ভাইজান। দিওয়ালির সব আমন্ত্রণের জবাবেই আপাতত ‘না’ বলে দিয়েছেন তিনি। কিছু দিনের জন্য তাই ‘বিগ বস’-এর মঞ্চ থেকেও বিরতি নিতে হয়েছে অভিনেতাকে।

শুক্রবার দর্শক ওই শোয়ের সঞ্চালকের আসনে দেখেছেন পরিচালক করন জোহরকে। তবে কি ভাইজানের অসুস্থতার জন্যই এমন ঘটেছে? আসলে তা নয়। শনিবার আবার সঞ্চালকের আসনে সালমানকেই দেখবেন দর্শক। কেননা, আগেভাগেই বেশ কিছু পর্বের শুটিং সেরে রেখেছেন সালমান।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে সালমানের কবে ডেঙ্গু ধরা পড়েছে, ওইসব প্রতিবেদনে তা স্পষ্ট করা হয়নি।

প্রসঙ্গত, ২৫ অক্টোবর থেকে তার পরবর্তী সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে। তবে নির্দিষ্ট দিনে সে ছবির কাজ শুরু কতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়। তবে নায়কের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলিউড ভাইজান। খুব শিগগিরই শুরু করবেন নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’এর শুটিং।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর