রাজশাহী জেলা ছাত্রকল্যাণের ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

আপডেট: November 17, 2022 |
print news

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে রাজশাহী জেলা ছাত্র কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজশাহী জেলা ছাত্রকল্যাণের সভাপতি রিজওয়ান আল হাসিব তুহিন এর নির্দেশনায় এবং সাধারণ সম্পাদক লিখন মির্জার নেতৃত্বে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়। এসময় তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে থাকা বর্জ্য পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় ফেলে।

ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন আলফি, আল-আমিন, আজিজুর, সাদ, সাখাওয়াত,সোহাগ, শাওন,সবুজ সহ অন্যানরা।

সংগঠনটির সাধারণ সম্পাদক লিখন মির্জা জানান, গতকাল ইবিয়ান গ্রুপে আমরা একটা পোস্ট দেখি সেখানে অভিযোগ করা হয় অনেকেই ক্যাম্পাসের পেয়ারাতলায় বিভিন্ন প্রোগ্রাম শেষ ওয়ানটাইম প্লেট, গ্লাস, পলিথিন মাঠের মধ্যে রেখে অপরিচ্ছনভাবে রাখা হয়। আমরা তখনই উদ্যোগ নেই সংগঠনের পক্ষ থেকে সাধ্যমতো পদক্ষেপ নেয়ার। ক্যাম্পাসের সব সংগঠন যদি প্রতিদিন এগিয়ে আসে এবং প্রশাসন আরো সোচ্চার হলে আমাদের ক্যাম্পাস আমাদের দ্বারাই পরিষ্কার থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর