আদালত থেকে জেএমবির দুই সদস্য ‘পালিয়েছে’

আপডেট: November 20, 2022 |
print news

ঢাকার একটি আদালত থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্য ‘পালিয়ে গেছে’ বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ রোববার (২০ নভেম্বর) এই দুই জঙ্গিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার জন্য নিয়ে এসেছিল কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। সেখান থেকে তারা পালিয়ে যায়।

তিনি জানান, ঢাকা শহর থেকে বের হওয়ার প্রতিটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। বের হওয়া গাড়িগুলো কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর