ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট: December 10, 2022 |
print news

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এখন হাতছানি ভারতকে হোয়াইটওয়াশ করার। চট্টগ্রামের জহুল আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই লক্ষ্যে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।

আজ বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন।

ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে খেলতে না পারা পেসার তাসকিন আহমেদ আছেন আজকের একাদশে। নাজমুল হোসেন শান্তর জায়গায় দলে ঢুকেছেন ইয়াসির আলী রাব্বি।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।

ভারত একাদশ : শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।

Share Now

এই বিভাগের আরও খবর