বিএনপি সমাবেশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করলো কুবি ছাত্রলীগ

আপডেট: December 10, 2022 |
print news

এমদাদুল হক, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ ঢাকায় বিএনপি সমাবেশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। শনিবার(১০ ডিসেম্বর) দুপুর ১২ টায় এই মিছিল বের করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রকি, ইমতিয়াজ শাহরিয়ার, বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান পলাশ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ সহ আরো অনেক নেতৃবৃন্দ।

এই বিষয়ে কুবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাদ্দাৎ মোঃ সায়েম বলেন, ‘ঢাকা বিএনপি গনসমাবেশকে কেন্দ্র করে বিএনপির অগ্নি সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যেনো কোন ধরনের নাশকতা সৃষ্টি সহ অবস্থান যেন না নিতে পারে তা প্রতিহত করতে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বিএনপি জামায়াত শিবিরের যে কোন কর্মকান্ডের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছি।’

Share Now

এই বিভাগের আরও খবর