রাজধানীতে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা আজ

আপডেট: December 17, 2022 |
print news

মহান বিজয় দিবস উপলক্ষে আজ (শনিবার) রাজধানীতে বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি দুপুর আড়াইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন ধানমন্ডির বত্রিশ নাম্বারের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে এসে শেষ হবে।

দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর পাশাপাশি সারাদেশে একযোগে এই ‘বিজয় শোভাযাত্রা’ কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ।

এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Share Now

এই বিভাগের আরও খবর