বাংলাদেশের মেট্রোরেল পৃথিবীর সর্বাধুনিক মেট্রোরেল: সেতুমন্ত্রী

আপডেট: December 29, 2022 |
print news

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের মেট্রোরেল পৃথিবীর সর্বাধুনিক মেট্রোরেল। বিশ্বের অনেক দেশে মেট্রোরেল আছে। তবে এ মেট্রো আর সে মেট্রো এক নয়। আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে, কোনো শব্দ দূষণ হবে না এতে। আগামী বছর মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বিস্তৃতি হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে এসব বলেন ওবায়দুল কাদের।

রংপুর সিটি নির্বাচনে নৌকা প্রার্থীর ৪র্থ স্থান প্রসঙ্গে কাদের বলেন, এটা একটা স্থানীয় নির্বাচন। সেখানে নানা জটিলতার খবর পেয়েছি। সর্বোপরি জাতীয় পার্টির প্রার্থী এগিয়ে ছিলো। নিজেদের মধ্যেও কিছু সমস্যা ছিলো কিন্তু সরকার কোনো হস্তক্ষেপ করেনি। সেখানে গণতন্ত্রের জয় হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, গত ১০ ডিসেম্বরের মতোই আগামীকাল (৩০ ডিসেম্বর) সারা দেশে সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ। নৈরাজ্য হলে ছাড় নেই কোনো। আওয়ামী লীগ ইভিএমে শতভাগ নির্বাচন চায়। তবে সিদ্ধান্তের এখতিয়ার নির্বাচন কমিশনের।

Share Now

এই বিভাগের আরও খবর