আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলছে ভিসতা’র স্পেশাল অফার

আপডেট: January 3, 2023 |

ঢাকার পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি)শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। এতে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশি ব্র্যান্ড ভিসতা। কোয়ালিটি সেনসেশন ব্র্র্যান্ড হিসেবে ভিসতা এরইমধ্যে গ্রাহকমহলে ব্যাপক সুনাম কুড়িয়েছে। কোয়ালিটি বা পণ্যমাণের দিক দিয়ে ভিসতা দেশের এক নম্বর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে অভ্যন্তরীণ ইলেকট্রনিক্স পণ্যের বাজারে। এবারের বাণিজ্য মেলায় ক্রেতাদের জন্য কিছু স্পেশাল অফার ঘোষণা করেছে এই ইলেক্ট্রনিক্স কোম্পানি।

‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩’-এ প্রথমবারের মতো অংশ নিলেও সবার আগে প্রস্তুতি শেষ করেছে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড। ভিসতার মিনি প্যাভিলিয়ন নম্বর জিএস-২৬। মূল মেলা প্রাঙ্গণে দুটি বড় হল রয়েছে, ‘এ’ এবং ‘বি’। ভিসতার প্যাভিলিয়ন প্রথম হল ‘এ’-তে। মূল গেট দিয়ে প্রবেশ করলে হাতের বামে পড়বে হল ‘এ’। মূল চলাচল পথের বা পাশে ভিসতা মিনি প্যাভিলিয়ন। লাইট ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স কর্নারে রয়েছে ভিসতা ইলেকট্রনিক্সের শোরুম।

ভিসতা কতৃপক্ষ জানায় ,এবারের বাণিজ্য মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ অফার রয়েছে তাদের। ভিসতা অ্যান্ড্রয়েড টিভিতে সবার জন্য রয়েছে ২০ শতাংশ ছাড়। থাকছে ফ্রি হোম ডেলিভারি ও ফ্রি ইন্সটলেশন। তবে ৫৫ এবং ৮৬ ইঞ্চি টিভিতে ডিসকাউন্ট পাওয়া যাবে ২৫ শতাংশ।বাংলাদেশের বাজারে প্রথম অ্যান্ড্রয়েড টিভি পরিচিত করেছে ভিসতা। মানের দিক দিয়ে ভিসতা এককথায় বাংলাদেশের সেরা। গুগল সার্টিফায়েড অ্যান্ড্রয়েড-১১ টিভি থাকছে ভিসতা’র ফ্ল্যাগশিপ পণ্য হিসেবে।

এছাড়াও, মেলায় থাকছে ভিসতা ব্র্যান্ডের ৩২ থেকে ৮৬ ইঞ্চি সাইজের টিভি। তবে বড় পর্দার টিভির প্রতিই ক্রেতাদের বেশি আকর্ষন থাকবে বলে তাদের ধারণা। টেলিভিশনের পাশাপাশি মেলায় আসছে ভিসতা ব্র্র্যান্ডের রাউটার, অ্যান্ড্রয়েড প্রজেক্টর এবং গেমিং মনিটরসহ কয়েকটি পণ্য।

Share Now

এই বিভাগের আরও খবর