শ্রীপুরে বদ্ধঘরে মা-ছেলের মরদেহ উদ্ধার

আপডেট: January 7, 2023 |
print news

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা ও পাঁচ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের এসিআই গেইটের পেছনের তাদের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ২২বছর বয়সী রুবিনা শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের সিরাজ মিয়ার মেয়ে ও মুন্সীগঞ্জের বিক্রমপুর থানার ঝুমন মিয়ার স্ত্রী ও তার ছেলে চার বছর বয়সী জিহাদ।

রুবিনার বাবা সিরাজ মিয়া জানান, পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর আগে ঝুমন ও রুবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা এক সাথে রুবিনার নিজ বাড়িতে বসবাস করছিল। চারদিন আগে থেকে হঠাৎই রুবিনা ও তার ছেলে নিখোঁজ হয়ে যায়। স্বজনরা নিখোঁজ মা ও ছেলের খোঁজ করলে তাদের ঘর ও গেট তালাবদ্ধ অবস্থায় পায়। এ অবস্থায় নিহতের বোন সেলিনা শনিবার বিকেলে ওই তালাবদ্ধ ঘরের তালা ভেঙে মা ও ছেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, স্বজনদের দেয়া তথ্যমতে ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পেয়ে উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর