১০ রানে শ্রীলংকাকে পরাজিত করেছে বাংলাদেশের মেয়েরা

আপডেট: January 16, 2023 |
boishakhinews 56
print news

অস্ট্রেলিয়ার পর শ্রীলংকাকেও হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের পথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

 

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এবার শ্রীলংকাকে ১০ রানে হারাল তারা।

রোববার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার আফিয়া প্রত্যাশা এবং মিষ্টি সাহা মিলে গড়েন ৭৫ রানের জুটি। এ সময় ৪৩ বলে ৫৩ রান করে আউট হন আফিয়া প্রত্যাশা। ৭৯ রানের মাথায় রানআউট হন মিষ্টি সাহা। তিনি ২৪ বলে খেলেন ১৪ রানের ইনিংস।

এরপর দিলারা আক্তার এবং স্বর্ণা আক্তার মিলে গড়েন ৮৬ রানের জুটি। ২৭ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন দিলারা আক্তার। শেষপর্যন্ত মাত্র ২ উইকেট হারিয়ে ১৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সমর্থ হয় শ্রীলংকা। দলের হয়ে ৫৪ বলে সর্বোচ্চ ৬০ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক ভিসমি গুনারত্নে। এছাড়া ৪৪ বলে ৫৫ রান করেন দেওমি ভিহাঙ্গা। ১০ রানে জয় পায় বাংলাদেশ।

Share Now

এই বিভাগের আরও খবর