দুমকিতে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে উপজেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন

আপডেট: January 16, 2023 |

মোঃ মিজান, পটুয়াখালী প্রতিনিধি:  ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট, মিথ্যা হয়রানি ও ষড়যন্ত্র মূলক মামলার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ দুমকি উপজেলা শাখা একটি সংবাদ সম্মেলন করেছে।

সোমবার(১৬ ডিসেম্বর) বিকাল ৫ টায় দুমকি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্য পাঠ করে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএম প্রিন্স বলেন, গত ৩০শে ডিসেম্বর রোজ শুক্রবার আনুমানিক বিকাল ৪টার সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ক্যাম্পাসে নেতার পছন্দের ফল পেয়ারা ক্রয়ের উদ্দেশ্যে জয় বাংলা চত্ত্বরে যাওয়ার সাথে সাথে আবু নাছের মোঃ শফিউল্লাহ অভি কোন কিছু বোঝার পূর্বেই আমার ওপর অতর্কিত হামলা চালায়। যা পবিপ্রবি ভিডিও ফুটেজে দৃশ্যমান। উক্ত হামলায় আমি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ আমাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে আমার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে দু’দিন চিকিৎসা শেষে স্বাস্থ্যের অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কয়েকদিন চিকিৎসা শেষে শারীরিকভাবে সুস্থ হয়ে এলাকায় ফিরে এসে জানতে পারলাম আমার সাথে থাকা শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাব্বিকুল ইসলামকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।

আমাদের লাঞ্ছিত করার পরও আবু নাছের মোঃ শফিউল্লাহ’র মাতা মোসাঃ নাসিমা বেগম (সাবেক ভাইস চেয়ারম্যান) উল্টো গত ২রা জানুয়ারী,২০২৩ইং তারিখ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পটুয়াখালীতে একটি মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দুমকি উপজেলা শাখার ভাবমুর্তি নষ্ট করার জন্য তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অবিলম্বে এ মামলার সুষ্ঠু তদন্তপূর্বক মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদন জানাচ্ছি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদারসহ উপজেলা ও সকল ইউনিয়নের ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর