শৈলকুপায় ৫ টাকায় শীতবস্ত্র

আপডেট: January 20, 2023 |

টিপু সুলতান, ঝিনাইদহ প্রতিনিধি: তীব্র শিতে কাপছে ঝিনাইদহ সহ সারাদেশের মানুষ। শীতে অসহায় মানুষদের উষ্ণতা দিতে হতদরিদ্রদের পাশে এসে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সৃষ্টির সেবা ফাউন্ডেশন,বাংলাদেশ’।

শুক্রবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অসহায়,দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে ৫টাকার বিনিময়ে কম্বল বিক্রয় করে ফাউন্ডেশনটি। সরকারী ডিগ্রী কলেজ মাঠে প্রথম ধাপে ৫০জন দরিদ্র শীতার্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

উপজেলার বিজুলিয়া,মনোহরপুর,দামুকদিয়া সহ কয়েকটি গ্রামের মানুষ এ শীতবস্ত্র কিনতে ভীড় জমায়।
ফাউন্ডেশনের ঝিনাইদহ প্রতিনিধিহিসেবে কম্বল বিতরণ করে ,শেখ ইমন,রিফাত আহমেদ তানজিল, অভিরুল ইসলাম,সোহানুর রহমান রনি।

ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা শাহিনা নদী জানান, মনুষ্যত্ববোধ ও মানবতা সমাজের প্রতিটি মানুষের হৃদয়ে জাগ্রত করতে দেশের প্রতিটা জেলা-উপজেলায় নানাবীধ সেবামূলক- উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা ও হতদরিদ্রদের পাশে গিয়ে দাঁড়ানোই এ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। সকলের সহযোগিতা পেলে এ ফাউন্ডেশন আরো এগিয়ে যাবে।

এছাড়াও তিনি সমাজের বিত্তবান, ক্ষমতাশালী ব্যক্তিবর্গদের মানবিক যে কোন কাজে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর