মেট্রোরেলে যাত্রীদের ছুটির দিনেও ভিড়

আপডেট: January 21, 2023 |

উদ্বোধনের পর থেকে ছুটির দিনগুলোতেই মেট্রোরেলে নগরবাসীর বেশি ভিড় দেখা যাচ্ছে। শনিবার আগারগাঁও স্টেশনে গিয়ে দেখা যায়, মেট্রোরেল চালুর সময় সকাল সাড়ে আটটার আগেই যাত্রীরা ভিড় জমাতে শুরু করেছেন।

রাজধানীর যাত্রীদের মধ্যে অভ্যস্ততাও বেড়েছে মেট্রোরেলে চলাচলে। ফলে স্টেশনে ঢুকতে কিংবা বের হতে সময় লাগছে না যাত্রীদের। তবে যারা এখনও অভ্যস্ত নয় তাদের মেট্রোরেল কর্মীরা সাহায্য করছেন।

মেট্রোরেল প্ল্যাটফর্ম ঘুরে দেখা যায়, যাত্রীরা মেশিনে এবং হাতে হাতে টিকিট কাটছিলেন। এরমধ্যে অনেক যাত্রী প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ার স্বাদ নিতেও এসেছেন।

প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরদিন থেকে চালু হয় মেট্রোরেলে যাত্রী চলাচল।

তখন থেকেই বাহন কেবল আগারগাঁ-উত্তরার দিয়াবাড়ী স্টেশনের মধ্যে চলাচল করছে। মাঝের কোনো স্টেশনে থামছে না। আগামী ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনে যাত্রাবিরতি দেবে মেট্রোরেল।

Share Now

এই বিভাগের আরও খবর