সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত
আপডেট: January 21, 2023
|


নওগাঁর মান্দা উপজেলায় দুটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে সোনাভান বেগম (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত সোনাভান বেগম উপজেলার শ্রীরামপুর গ্রামের রইচ উদ্দিনের স্ত্রী।
শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সতিহাটের পাশে চেয়ারম্যানের মোড়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় নিহতের স্বামীসহ আহত হয়েছেন আরও তিনজন।
দুর্ঘটনার পরপরই মান্দা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরুন নবী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে এক নারীসহ চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত দুইটি ভটভটি ও একটি অ্যাম্বুলেন্স পাওয়া গেছে।