আজ আখেরি মোনাজাতে শেষ হচ্ছে ইজতেমার দ্বিতীয় পর্ব


গাজীপুরের টঙ্গীর তুরাগ পাড়ে চলছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
রোববার বাদ ফজর ভারতের দিল্লির মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তৃতীয় দিন শুরু হয়েছে।
তাৎক্ষণিকভাবে বয়ান বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আশরাফুল। বয়ানের পর নাস্তার বিরতি দিয়ে ৯টা থেকে মাওলানা মোশাররফ তালিম করবেন। সাড়ে ৯টা থেকে শুরু হবে হেদায়েতের কথা। আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান করবেন ইজতেমায় আদি তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।
রোববার বেলা ১২টার দিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার বাদ ফজর ভারতের মাওলানা ইয়াকুব জিলানীর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম। তার বয়ান অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মনির বিন ইউসুফ। শনিবার বাদ আছর ১৫টি যৌতুক বিহীন বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার সা’দপন্থী আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম।
দ্বিতীয় দিনও গভীর মনোযোগ দিয়ে মুসল্লিরা মুরুব্বিদের বয়ান শোনেন। কুয়াশা-শীতকে উপেক্ষা করে শনিবারও মুসল্লিদের দলে দলে তুরাগতীরের ইজতেমা ময়দানে আসতে দেখা গেছে। রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত তাদের এ আগমন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইজতেমা কর্তৃপক্ষ।
আখেরি মোনাজাতের জন্য গাজীপুরে বন্ধ থাকবে যে সড়ক:
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে লাখ লাখ মানুষের সমাগম হবে ইজতেমায়। তাই শনিবার মধ্যরাত থেকে তিনটি সড়ক ও মহাসড়ক বন্ধ করে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
কমিশনার বলেন, রোববার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতের প্রথম পর্বে যানবাহন চলাচলে আমরা যা করেছি দ্বিতীয় পর্বেও সেই সিদ্ধান্ত নিয়েছি। টঙ্গী থেকে ভোগড়া পর্যন্ত এবং কামারপাড়া ব্রিজ থেকে মুন্ন গেট পর্যন্ত সড়কগুলো বন্ধ থাকবে। সেক্ষেত্রে আমরা ডাইভারসন দিয়ে দিবো। ভোগড়া থেকে তিনশ পর্যন্ত সড়কে ঢাকাগামী ও ময়মনসিংহগামী গাড়ি গুলো চলাচল করবে। এছাড়া সরকার পক্ষ থেকে রেল মন্ত্রণালয় টঙ্গী থেকে বিভিন্ন সড়কে ইজতেমা উপলক্ষ্যে বিশেষ ট্রেনের সুযোগ রেখেছে। আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মুসল্লিরা যাতে স্বাভাবিক ভাবে চলাচল করতে পারেন তার ব্যবস্থা রেখেছি।
১৫টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন:
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে বাদ আছর আয়োজন করা হয়েছে যৌতুকবিহীন বিয়ের। ভারতের মাওলানা মাওলানা সা’দ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সা’দ কান্ধলভী ওই বিয়ে পরিচালনা করবেন। এর আগে বয়ান মঞ্চ থেকে তিনি এ সংক্রান্ত বয়ানও করেন।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম বলেন, বিদেশি মুসল্লিদের প্যান্ডেলের পাশে থাকা দোয়া মঞ্চ থেকে ১৫টি যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। সময়ের স্বল্পতা এবং বয়ানের চাপে এবার যৌতুকবিহীন বিয়ে করানোর জন্য আরো লোকজন আসলেও তাদের বিরয়ের জন্য তালিকাভুক্ত করা হয়নি। যৌতুকবিহীন বিয়ের ওই মঞ্চের সামনে কণের অনুপস্থিতে তার স্বজন এবং বর ও তার স্বজনদের উপস্থিতে ইসলামী শরীয়ত অনুয়ায়ি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন করা হয়।
রোববার বেলা ১২টায় আখেরি মোনাজাত:
তাবলীগ জামাতের কাকরাইলের সূরা সদস্য এবং সা’দপন্থীদের বাংলাদেশের মূল দায়িত্বপালনকারী সৈয়দ ওয়াসিফুল ইসলাম জানান, রোববার সকাল ১০টার দিকে শুরু হবে হেদায়তী বয়ান। এরপর বেলা ১২টার দিকে এবারের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। হেদায়তী বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী, তার বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম। আখেরি মোনাজাতও পরিচালনা করবেন মাওলানা সা’দ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন কান্ধলভী। এদিন বাদ ফজর বয়ান করবেন ভারতের মাওলানা মুরসালিন।
৭ সহস্রাধিক বিদেশি মুসল্লি ইজতেমাস্থলে:
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম বলেন, শনিবার সকাল পর্যন্ত আবর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, মালয়েশিয়া, ফিলিপিনসহ ৬১টি বিভিন্ন দেশ থেকে ৭ হাজার ৭২৫জন বিদেশি মুসল্লি বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন। এ আগমন আখেরি মোনাজাতের আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলেন তিনি।
আরো এক মুসল্লির মৃত্যু:
শনিবার রাতে বার্ধক্যজনিত রোগে ভুগে এক মুসুল্লির মৃত্যু হয়েছে। নিহত আবু তাহের (৬৫) কিশোরগঞ্জের সৈয়দ আলীর ছেলে। বিশ্ব ইজতেমার সমন্বয়কারী আবু সায়েম জানান, এ নিয়ে গত তিনদিনে টঙ্গীর বিশ্বইজতেমা ময়দানে ছয় মুসল্লি মারা গেছেন।
অন্যদের মধ্যে শুক্রবার রাতে ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫) এবং রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী মো. বোরহান (৪৮)। শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার শুকুর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫) ও ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৫৪) এবং বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ইজতেমা ময়দানে বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম (৭৫) বার্ধক্যজনিত রোগে মারা গেছেন।