আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতায় রানারআপ কুবি হকি টিম

আপডেট: January 25, 2023 |
inbound8858507224458975803
print news

এমদাদুল হক, কুবি প্রতিনিধি: আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতায় রানারআপ হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) হকি টিম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে ফাইনালে ২-০ তে পরাজিত হয় কুবি হকি টিম।

২৫ জানুয়ারি (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় হকি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ফিরুজ জামানের সভাপতিত্বে উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতায় যৌথভাবে ৩য় স্হান অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

Share Now

এই বিভাগের আরও খবর