বগুড়ার শিবগঞ্জে ভূমিদস্যূকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

আপডেট: January 25, 2023 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়ার শিবগঞ্জে ভূমিদস্যূকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পোড়াবাড়ি সোবহানপুর গ্রামের শিতলপাড়ায় নামক স্হানে একটি আবাদি জমি থেকে অবৈধভাবে মাটিকাটার অপরাধে রাশিদুল ইসলাম এর নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সে ময়দানহাট্টা ইউনিয়নের পোড়াবাড়ি সোবহানপরু গ্রামের এর ছেলে।

শিবগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন শিবগঞ্জ থানা পুলিশ টিন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুজ্জামান বলেন, রাশিদুল র্দীঘদিন থেকে ঐ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও আবাদি জমির মাটি বিক্রি করে আসছিলো।

এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে এসে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাকে এ জরিমান করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর