জয়পুরহাট কারাগারে হাজতির মৃত্যু

আপডেট: January 25, 2023 |
inbound936661803736949088
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ– জয়পুরহাট জেলা কারাগারে মাদক মামলার হাজতী আব্দুল মোমিন (৩৭) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারী) গভীর রাতে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

২৫ জানুয়ারী বুধবার সকাল সাড়ে ১১ টায় জয়পুরহাট কারাগারের জেলার কামরুল ইসলাম মোমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সুত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ এপ্রিল মাদক মামলায় জয়পুরহাট থানার মামলার আসামী পৌর এলাকার ধানমন্ডি মহল্লার মজিবর রহমানের ছেলে আব্দুল সোমিন (২৭) জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

২৪ জানুয়ারী গভীর রাতে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা মজিবর রহমান বলেন, তার ছেলে মাদক আসক্ত ছিলো। বিভিন্ন নেশা সেবন করত এ কারণে মোমিনের মা মোমেনা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

সেই মামলাই প্রায় ৮ মাস থেকে জেল হাজতে ছিলো। হটাৎ সকালে জেল থেকে মোবাইলে খবর দেয় মোমিনের মৃত্যু হয়েছে। নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর