আক্কেলপুরে আ’লীগের অস্বচ্ছল নেতা-কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট: January 25, 2023 |

দেব্রত মন্ডল, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের অস্বচ্ছল নেতা-কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গত মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পাঁচশত আর আক্কেলপুর পৌর আওয়ামী লীগের সভাপতির নিজ উদ্যোগে তিন’শত পিচ শীতবস্ত্র (কম্বল) আক্কেলপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকের মাধ্যমে প্রত্যেক ওয়ার্ডের অস্বচ্ছল নেতা-কর্মীদের মাঝে বিতরণ করা হয়।

আক্কেলপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এনায়েতুর রহমান আকন্দ স্বপন বলেন, পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মোট আট’শ গরিব অস্বচ্ছল নেতা-কর্মীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

দল থেকে পাঁচ’শ আর আমার ব্যক্তিগত অর্থে কেনা তিন’শ কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ মোকছেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান কবির এপ্লব,পৌর আওয়ামী লীগের সভাপতি এনায়েতুর রহমান আকন্দ স্বপন, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলু।

Share Now

এই বিভাগের আরও খবর