ইউক্রেনে ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট: January 27, 2023 |

ইউক্রেনে ইতিমধ্যে ৩১টি এম১এ১ আব্রামস ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে জার্মানি ১৪টি লেপার্ড-২, যুক্তরাজ্য চ্যালেঞ্জার ট্যাংক ও কানাডা ৪টি লেপার্ড-২ পাঠানোর ঘোষণা দিয়েছে। এসব দেশগুলোর দাবি, রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ইউক্রেনকে এসব ট্যাংক সরবরাহ করছে তারা।

কিয়েভে এম১এ১ আব্রামস ট্যাংক পাঠানোর পর এম১এ২ পাঠানো হবে, এমন তথ্য দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং। তবে এই ট্যাংক ইউক্রেনে পাঠাতে কয়েকমাস লাগবে যুক্তরাষ্ট্রের। খবর সিএনএনের।

এম১এ২ আব্রামস ট্যাংক এম১এ১ আব্রামস ট্যাংকের চেয়ে তুলনামূলক বেশি শক্তিশালী। এম১এ১ আব্রামস ট্যাংক এ্যানালগ পদ্ধতিতে চলে, অন্যদিকে ডিজিটাল পদ্ধতিতে চলে এম১এ২ আব্রামস ট্যাংক।

ইউক্রেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মিত্রদের থেকে সামরিক সহায়তা চায়। দীর্ঘদিন ধরেই জেলেনস্কি তার মিত্রদেশগুলোর কাছে ট্যাংক দিয়ে সাহায্যের জন্য আবেদন জানিয়ে আসছেন। এর মধ্যে রয়েছে রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা রুখে দেওয়ার ব্যবস্থা। দূরপাল্লার কামান থেকে রক্ষা করার মতো যুদ্ধবিমানও চাইছেন জেলেনস্কি।

Share Now

এই বিভাগের আরও খবর