১৬২ জন বস্তিবাসী শিশুকে বিয়েবাড়ির খাবার খাওয়ালেন মডেল সালসাবিল

সময়: 9:00 pm - January 29, 2023 | | পঠিত হয়েছে: 1 বার

এই শীতে বিয়ের ধুম পড়েছে। বিয়ের নিমন্ত্রণ মানেই ভালো খাওয়াদাওয়া। বিয়ের এই খাওয়াদাওয়া কি সকলের ভাগ্যে জোটে? ছিন্নমূল, বস্তির শিশুদের মুখে নিশ্চয়ই পোলাও-কোরমার মতো বিয়েবাড়ির খাবার রোচে না।

এমনই ভাবনা থেকে মডেল সালসাবিল মাহমুদ নিয়েছিলেন অভিনব উদ্যোগ। তিনি অনুভব করেছেন একটি শ্রেণি বিয়েরবাড়ির খাবার বস্তিবাসী শিশুদের মুখে ওঠে না। যার ফলে উদ্যোগ নিয়ে ১৬২ জন শিশু ও বস্তিবাসীকে খাওয়ালেন বিয়েবাড়ির নিমন্ত্রণে যেসব খাবার খাওয়ানো হয় তেমনি সুস্বাদু খাবার।

রাজধানীর কালশী এলাকার একটি রেস্তোরাঁয় ১৬২ জনের জন্য খাবারের আয়োজন করেন সালসাবিল।

আলাপকালে তিনি বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশু ও অনেক মানুষ রয়েছেন যারা একটু ভালো খাবার খেতে পারেন না। অথচ এই শীতে আমরা একেকজন কত বিয়ের দাওয়াত খেয়ে বেরিয়েছি। সে বিষয়টি আমি অনুভব করেছি। যার ফলে এই আয়োজন।’

 

Share Now

এই বিভাগের আরও খবর